সূরা দ্বোহার কাব্যানুবাদ

 সেই মহান সত্ত্বার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, এই লেখাটির চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কোন লেখা নেই। একটি লেকচার দেখেছিলাম সূরা আদ দ্বোহা নিয়ে। তখনই কাব্যানুবাদ করার ব্যাপারটি মাথায় আসে। আল্লাহ আমার ভুলত্রুটি মাফ করে দিন!

আমি অর্থে এবং শব্দে কোনরূপ পরিবর্তন যাতে না হয় সে চেষ্টা করেছি। এই পোস্টটি কপি না করার অনুরোধ রইল, ক্রেডিট দিয়েও কপি করা যাবেনা তবে শেয়ার করতে পারবেন। কোটেশনে লেখা বাক্যগুলো আল্লাহর বাণী, মহিমান্বিত কুরআনের আয়াত।
|| সূরা আদ দ্বোহা শানে নুযূল ও কাব্যানুবাদ ||
একদা মোদের বিশ্বনবী দুঃশ্চিন্তায় অধির,
ছ'মাস হল নতুন কোন পান না দেখা ওহীর!
জীব্রিল কেন আসেনা নিয়ে, রবের কোন বাণী,
স্বপ্নেও কিছু আসেনা যে তাঁর, বেড়ে যায় পেরেশানী।
তবে কি তাহলে গিয়েছেন রেগে, রাব্বুল আ'লামীন?
নব্যুয়ত কি নেয়া হল কেড়ে, কোন সে পাপের ঋণ?
বহুদিন পরে জীব্রিল এল, বলল 'শপথ ভোরের',
নবীমন পেল ভরসার সুখ, কাটলো দুঃখ ঘোরের।
এরপরে সেই রূহ বলে উঠে, 'শপথ গভীর নিশির',
মনোযোগ দিয়ে শোনো গো নবী, 'যখন তা হয় গভীর!'
নবীমনে জাগা ঘোর কালো নিশি, তখনি গেল যে উবি,
আল্লাহ রাতকে ভোর করেছেন, সূর্য ফিরেছে ডুবি!
'আপনি যাকে মালিক মেনেছো, করেনি সে পরিত্যাগ',
'আপনার প্রতি নারাজ হননি' আর পাবেন না বেগ!
'আপনার লাগি পরকাল তিনি রেখেছে সযত্ন,
এই কালে আছে কেবলি দুঃখ, সে কাল যে রত্ন!'
'খুব দেরি নেই যখন আপনি যাকে মেনেছেন সব,
তৃপ্ত হবেন, এতবেশি দেবে, ত্রিভুবনের রব!'
'তিনি তো ছিলেন, যখন আপনি হয়েছেন পিতাহারা,
তিনি কি দেন নি, আপনাকে নবী আরশের সাহারা!'
'তিনি কি হে নবী, পাননি তোমাকে পথ নিয়ে দিশাহীন,
তারপর তিনি পথ তো দেখালেন, উপহার পেলে দ্বীন'
'তিনি তো তোমাকে পেয়েছেন নবী, দুঃস্থ রিক্তহস্ত,
তোমার অভাব মিটিয়ে করেছে সত্যের ভার ন্যস্ত!'
'তাইতো হে নবী নির্দেশ আজ এসেছে রবের হতে,
ইয়াতীম পেলে হয়ো না কঠোর, দয়া তুলে দিও পাতে।'
'আরো বলেছেন ভিক্ষুক যদি দেখো কভু আশেপাশে,
ভৎর্সনা তাকে করোনা গো নবী, কাঁপেনা সে যেন ত্রাসে!'
'সবশেষে, সেই মহান রবের অনুগ্রহ করো প্রকাশ!'
বিশ্বনবী হাত তুলে দেখে রবের বিছানো আকাশ!
কসম রবের, যাঁর হাতে সব, যাঁর হাতে মোর প্রাণ,
তাঁর দেয়া বাণী এই পৃথিবীর শ্রেষ্ঠ অভিধান!
যেই অভিধানে শব্দ-সকল মরমে আনে সুখ,
যেই সব ধ্বনি বিশ্বনবীর কেটেছিল সব দুখ!
এসো জনে জনে পাঠ করে খুঁজি, ঐশী বাণীর মর্ম,
কোন মহাগুণে, রবের বিধানে, এটিই শ্রেষ্ঠ ধর্ম!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.